মেথির উপকারিতা ও অপকারিতা
মেথির উপকারিতা ও অপকারিতা |
দিন দিন রক্তে চিনির পরিমাণ বেড়ে যাচ্ছে, ডায়াবেটিকস এর জন্য মিষ্টি জাতীয় খাবার খেতে পারছেন না, হাতের নাগালে রয়েছে আপনার মুশকিল আসান।
রোজ সকালে খালি পেটে এক গ্লাস মেথির পানি পান করুন। আপনার শরীর থাকবে ফ্রী। একটা আলাদা রকম অনুভূতি অনুভব করবেন। মেথি কে বলা হয় মসলা ,খাবারও পণ্য অর্থাৎ একের ভিতর তিন।
মেথি খেতে অনেক তেতো কিন্তু এটি ডায়াবেটিকসের একদম জম। ডায়বেটিক্স রোগীদের অবশ্যই মেথি হওয়ার আগে অবশ্যই ডাক্তারের কাছ থেকে ভালো ভাবে পরামর্শ নিতে হবে।
শুধু ডায়াবেটিস নয়, মেথি মহৌষধ। মেথির রয়েছেপ্রচুর প্রোটিন ফাইবার আইরনপটাসিয়াম ভিটামিন সি ও নিয়াসিন । মানুষের শরীরে হরমোনের পরিমাণ বাড়ায়। ত্বককে রাখে সতেজ, টানটান বার্ধক্য দূরে ঠেলে তারুণ্যকে দীর্ঘস্থায়ী করে,যৌনক্ষমতা বাড়ে। এবার আসুন জেনে নেই মেথির অন্যান্য উপকারিতা গুলো
মেথির উপকারিতা কি
হজমের সমস্যা যেমন পেটে গন্ডগোল,ক্ষুধাহীনতা,পেটের ব্যাথা,কোষ্ঠকাঠিন্য এর জন্য মেথি ব্যবহার করা হয় সবসময়। মেথি ডায়বেটিস, মাসিকের ব্যাথা, পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম, (এমন একটি অবস্থা যাতে মহিলাদের হরমোনের মাত্রাকে প্রভাবিত করে। এই রোগ হলে নারীর শরীরে বেশি পরিমান পুরুষ হরমোন তৈরি হয়। এ রোগের কারণে নারীদের মাসিক কম হয় এবং তাদের জন্য বাচ্চা জন্ম দেয়া কঠিন হয়ে পড়ে বাত, থাইরয়েডের কার্যক্রম কম হওয়া এবং স্থূলতার জন্য ব্যবহার করা হয়। এটি হৃদযন্ত্রের স্বাস্থ্য যেমন ধমনী শক্ত হয়ে যাওয়া, কোলেস্টেরল এবং ট্রিগ্লাইসেরাইডস জাতীয় কিছু চর্বিতে উঁচু রক্তের মাত্রার জন্য ব্যবহার করা হয়।
You Can Know More Here
চুল পড়া থেকে মুক্তি পেতে
মেথি সমাধান দিতে পারে আপনার চুলের সমস্যা কে। আপনার চুলের সৌন্দর্য ফিরিয়ে দেবে মেথি । মেথি চুল পাকা রোধে মেথির ব্যবহার বহুকাল ধরেই হয়ে আসছে বিভিন্ন দেশে।এছাড়াও চুল মসৃণ করে মেথি। সপ্তাহে (weekly) তিন থেকে দুই দিন আপনি এটি ব্যবহার করতে পারেন।
রাতে ঘুমানোর আগে পরিমাণমতো মেথি নিয়ে পানিতে ভিজিয়ে রাখতে হবে, পরদিন গোসল করার আগে মেথি বেটে পেস্ট করে মাথায় ভালোভাবে মেসেজ করে লাগাতে হবে। আধাঘন্টা বা 1 ঘন্টা পর ধুয়ে ফেলবেন দুই থেকে তিন সপ্তাহ ব্যবহারের পর নিজেই বুঝতে পারবেন কিরকম ফিডব্যাক পাচ্ছেন। (মেথির উপকারিতা ও অপকারিতা )
ওজন কমাতে মেথির ভূমিকা
মেথি জন্ম নেয় প্রাকৃতিক ফাইবার থেকে। মেথি চিবিয়ে খেলে পাকস্থলের ফাঁকা স্থান পূরণ করে এবং শরীরের ওজন কমাতে সাহায্য(Help) করে। সপ্তাহে দুই থেকে তিন দিন মেথি চিবিয়ে খেতে পারেন। দুই সপ্তাহের মতো খেলে বুঝতে পারবেন, শরীরের উপকার পাচ্ছেন । শরীরের স্থূলতা কমাতে প্রতিদিন সকালে মেথির জল খেতে পারেন।
এক গ্লাস পানিতে 1 টেবিল চামচ মেথি রাতে ভিজিয়ে দিন পরদিন সকালে মেথির পানি পান করুন এতে আপনার গ্যাসের সমস্যার সমাধান মিলবে যা আপনি দুই সপ্তাহ ছেলেই বুঝতে পারবেন। কিন্তু বেশি মেথি সেবন করলে হিতে বিপরীত হতে পারে তাই পরিমাণমতো খাবেন ।
(মেথির উপকারিতা ও অপকারিতা )
রক্তে গ্লুকোজ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে
আমাদের দেহে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ (maintaince) করতে পারে মেথি এর অ্যামাইনো এসিড অগ্ন্যাশয়ে ইনসুলিন ক্ষরণে সহায়তা করে ফলে ডায়াবেটিকস নিয়ন্ত্রণে থাকে ।
হজমে সহায়ক
পেট ও বুকের উপরের দিকে এসিডের প্রদাহ থেকে মুক্তি দেয় মেথি।সেইসঙ্গে হজমের যাবতীয় সমস্যার সমাধানে মেথি কাজ করে । মেথিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট যা দেহের বিষাক্ত উপাদানগুলোকে দেহ থেকে বের করে দেয় । তাই প্রতিদিন সকালে মেথি ভেজানো পানি খেতে ভুলবেনা ।
জ্বর ও খুসখুসে গলার জন্য
১ টেবিল চামচ মেথি সাথে লেবু ও মধু(Honey) মিশিয়ে চিবিয়ে খেলে জ্বর থেকে মুক্তি মেলে। মেথিতে রয়েছে লুসিলেস নামের এক ধরনের যৌগ যা আপনার গলার খুসখুসে ভাব দূর করে।
নারীদের জন্য মেথির উপকারিতা ও অপকারিতা
নারীদের স্বাস্থ্যগত বিষয়ও এর আনান উপকারিতা রয়েছে । এতে রয়েছে সাইটো-ইস্ট্রোজেন যা নারীদের প্রোলাকটিন নামের হরমোনের মাত্রার বৃদ্ধি ঘটায়।এই হরমোন নারী দেহকে সুগঠিত করে । মেয়েদের জরায়ুর সংকোচন ও প্রসারণ এর যন্ত্রণা কমাতে মেথির কথা বলেন বিশেষজ্ঞরা । তবে তা খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ অবশ্যই হতে হবে । অতিরিক্ত মেথি খাওয়া হলে অপরিণত শিশুর জন্মদান ও গর্ভপাত দেখা দিতে পারে ।
উজ্জ্বল ত্বকের জন্য
(মেথির উপকারিতা ও অপকারিতা )
খুশকি দূর করতে
আমরা অনেকেই চুলে খুশকির জ্বালায় ভুগে থাকি ।মাথার মৃত ও শুষ্ক ত্বক থেকে খুশকি সৃষ্টি হয় । পরিমান মত মেথি নিয়ে রাতে পানিতে ভিজিয়ে রাখুন পরদিন ভেজানো মেথি গুলো বেটে পেস্ট করে চুলে ভালোভাবে লাগিয়ে নিন আধাঘন্টা রাখার পর ধুয়ে ফেলুন এতে আপনার খুশকি দূর হবে
পুরুষদের জন্য মেথির উপকারিতা
পুরুষরা হার্নিয়া, শিশ্নের,বন্ধ্যাত্ব দন্ডায়মানহীনতা এবং অন্য সমস্যার জন্য মেথি ব্যবহার করে। নারী ও পুরুষ উভয়েই যৌনতার জন্য মেথি ব্যবহার করে।তবে উষ্ণ প্রকৃতির লোকদের জন্য অতিরিক্ত মাত্রায় মেথি সেবন করলে তা ক্ষতির কারণ হতে পারে মেথি দৈনিক ৫ থেকে ১০ গ্রাম পর্যন্ত সেবন করা যায় ।
0 মন্তব্যসমূহ